Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভটিজিং করায় আনসার সদস্যের ১ বছরের কারাদণ্ড


১৩ এপ্রিল ২০১৯ ১৪:১৩

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীকে ইভটিজিং বা উত্যক্ত করায় এক আনসার সদস্যকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৩ এপ্রিল) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত আনসার সদস্যের নাম জহিরুল ইসলাম (২৪)। তিনি কালকিনির বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের বাসিন্দা এবং মুন্সিগঞ্জের মেঘনা ঘাটে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালকিনি পৌর এলাকার গোপালপুর এলাকায় এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন আনসার সদস্য জহিরুল। বিষয়টি প্রশাাসনকে জানানো হলে হাতেনাতে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জহিরুলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ইভটিজিং করার প্রমাণ পাওয়ায় ওই আনসার সদস্যকে সাজা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএমএন

আনসার সদস্য ইভটিজিং ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর