Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক বিক্রেতার মৃত্যু


১৩ এপ্রিল ২০১৯ ১৩:২৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে রুহুল আমিন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের একটি বাঁশবাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল, একটি শ্যুটারগান, দুইটি ধারালো অস্ত্র ও ১০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মাদকদ্রব্যের বড় একটি চালান আসার খবর পেয়ে সদর থানার পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে সদর থানার উকতো গ্রামের একটি বাঁশবাগানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে, পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ওই এলকার লোকজনের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিকে শহরের শান্তিপাড়ার মাদক কারবারী রুহুল আমিন বলে এলাবাসী শনাক্ত করে। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে।

নিহত রুহুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

গোলাগুলি চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর