Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় নিহত শ্রমিকদের লাশ গ্রামের বাড়িতে, স্বজনদের মাতম


১৩ এপ্রিল ২০১৯ ১২:৪২ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১২:৪৩

মালেয়শিয়ার কুয়ালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ শ্রমিকের লাশ শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেছে। নিহতদের দুজন হচ্ছেন, চাঁদপুরের আল আমিন ও হাজীগঞ্জের সোহেল। তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনদের মধ্যে আহাজারি আর শোকের মাতম শুরু হয়।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামে আল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে সমাহিত করা হয় পারিবারিক কবরস্থানে। আল আমিনের জানাজায় অংশ নেন, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও আশপাশের গ্রামের মানুষরা।

বিজ্ঞাপন

অপরদিকে, জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর গ্রামের মো. সোহেল এর জানাজা বাদ যোহর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরও কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পথে বাস দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়।

সারাবাংলা/এনএইচ

প্রবাসীর মৃত্যু মালয়েশিয়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর