Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনসালাহর পদত্যাগ চেয়ে আলজেরিয়ায় বিক্ষোভ, গ্রেফতার ১০৮


১৩ এপ্রিল ২০১৯ ১১:১৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১১:২৩

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহর পদত্যাগ দাবিতে আলজেরিয়ার বিক্ষোভ করেছে দেশটির হাজারো জনতা। বিক্ষোভ-সমাবেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০৮ জন আহত হয়েছেন। পুলিশ আন্দোলনকারীদের থামাতে জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। গত দুই মাস ধরে প্রতি শুক্রবার রাজধানী আলজিয়ার্সে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। বিবিসি।

সাবেক প্রেসিডেন্ট আবদেলআজিজ বোতেফ্লিকের পদত্যাগের পর দায়িত্ব নেন বেনসালাহ। তিনি আগামী ৪ জুলাই আলজেরিয়ায় নির্বাচনের আয়োজন করবেন। তবে আন্দোলনকারীরা অভিযোগ করে বলছে, বেনসালাহ এবং আবদেলআজিজ বোতেফ্লিকের খুব ঘনিষ্ঠ। সুষ্ঠু নির্বাচনের জন্য তাকেও পদ ছাড়তে হবে।

বিজ্ঞাপন

এদিকে বিক্ষোভের পর এই প্রথম বুধবার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গাইদ সালাই জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি আন্দোলনকারীদের দেশটির সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দেন। সরকারে দুর্নীতিতে জড়িতদের প্রতি ইঙ্গিত করে তিনি এও বলেন, বিচার প্রশাসনের উচিৎ ‘পুরো গ্যাং’টির বিষয়ে তদন্ত করা।

আলজেরিয়ার মোট জনসংখ্যার ৭০ ভাগ তরুণ এবং অধিকাংশই বেকার। তরুণদের এই আন্দোলনে অংশগ্রহণ সবচেয়ে বেশি। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও প্ল্যাকার্ডে ‘নো টু বেনসালাহ’ ‘দে উইল অল লিভ’ লেখা স্লোগান ব্যবহার করছে।

সারাবাংলা/এনএইচ

আবদেলকাদের বেনসালাহ আলজেরিয়া পদত্যাগের দাবি বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর