‘চালকল মালিকরা সিন্ডিকেট করলে কৃষকরাও যেন সিন্ডিকেট করে’
১২ এপ্রিল ২০১৯ ১৯:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৯:০৪
নওগাঁ: চালকল মালিকরা সিন্ডিকেটে না জড়ালে বাজারে চালের দাম ভালো থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চালকল মালিকরা যদি সিন্ডিকেট গড়ে তোলে তাহলে কৃষকদের উচিত হবে তারাও সিন্ডিকেট করে যেন চালকল মালিকদের কাছে ধান বিক্রি না করা।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা চত্বরে নবনির্মিত ৫০০ মেট্টিক টন ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের ফলক উন্মোচনের পর তিনি এসব কথা বলেন। গণপূর্ত বিভাগের তত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গুদাম নির্মাণে খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসময় আরও বলেন, সিন্ডিকেট প্রতিরোধে আমরা দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্সে নিয়ে আসছি। চাল সংগ্রহে যদি কেউ অনিয়ম বা দুর্নীতি করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। ওসিএলএসডিরা আগের অভ্যাস পরিত্যাগ করে সৎভাবে চললে এবং মধ্যস্বত্তভোগী না থাকলে কৃষক এবং চালকল মালিকেরা বেশি লাভ করতে পারবে। ন্যায্য মূল্য নিশ্চিত হবে বলে জানান তিনি।
বোরো মওসুমে মিলাররা যেন কৃষকদের ব্ল্যাকমেইল করতে না পারে সে জন্য সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা একবারে দেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তারপরেও যদি কেনার মতো আরও জায়গা থাকে তাহলে আরও চাল কেনা হবে। বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তবুও কৃষকরা নায্য মূল্য পাক এটা আমাদের আশা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, ছলিম উদ্দীন তরফদার (এমপি), খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এম মনিরুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিনসহ প্রমুখ।
সারাবাংলা/এনএইচ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের বাজার বাজারে সিন্ডিকেট