বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
১২ এপ্রিল ২০১৯ ১৪:৩০ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৬:৪৮
ঢাকা: যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আবারও বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের জারি করা সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় শুক্রবার (১২ এপ্রিল) বলা হয়েছে, ঢাকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে অপরাধ এবং সন্ত্রসীমূলক ঘটনা ঘটতে পারে। চরমপন্থা, ডাকাত দলের আক্রমণ, গুম, ধর্ষণ, অপহরণ— এই বিষয়গুলো এসব অঞ্চলে ঘন ঘন ঘটছে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব এলাকা এবং জনসমাগমপূর্ণ এলাকা, রাজনৈতিক সমাবেশ এসব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, কাউকে, বিশেষ করে ১৮ বছরের চেয়ে কম বয়সী নাগরিকদের একা একা বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ অনুযায়ী এলাকা এড়িয়ে যাওয়ার জন্যও বলা হচ্ছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের ভ্রমণ সতর্কবার্তা জারি ওয়াশিংটনের একটি নিয়মিত ব্যাপার। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে এমন সতর্কবার্তা সম্পর্কে জানতে চেয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কবার্তা সম্পর্কে বলেছেন, ‘বিশ্বব্যাপী এখন সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের সব দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, যা ভয়াবহ। সর্বশেষ নিউজিল্যান্ডে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশিরা এবং আমাদের জাতীয় ক্রিকেট দল ভাগ্যচক্রে বেঁচে গেছেন। তাই যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা পুরোপুরি ঠিক না। তেমন কিছু ঘটনা থাকলে তারা আমাদেরকে জানায় না কেন?’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেন, এই মুহূর্তে সন্ত্রাসী হামলা ঘটার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আগামী পহেলা বৈশাখে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচারা দিতে পারে— এমন তথ্য বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সঠিক নয়।
এর আগে, গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে প্রত্যাখ্যান করেছে।
সারাবাংলা/জেআইএল/টিআর