Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ঢাকায়


১২ এপ্রিল ২০১৯ ১০:৩৭ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৪:০৭

ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে লোতে শেরিং। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নেওয়া শেরিং এবার বাংলাদেশেই বঙ্গাব্দ বর্ষবরণ উৎসবে যোগ দেবেন। চার দিনের সফরে তিনি ঢাকা এসে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৮ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে লোতে শেরিংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ১৯ বার তোপধ্বনি বাজানো হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে চলে যান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে বৈঠক করবেন লোতে শেরিং। আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক হবে। এছাড়া, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এই সফরের দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।

ভুটানের প্রধানমন্ত্রীর স্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে বিমানবন্দরে

এর আগে, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গত ১৯ মার্চ জানান, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে নৌ যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে চুক্তি ও সমাঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ভুটানের পররাষ্ট্র সচিব সোনেম সঙ জানান, প্রধানমন্ত্রী লোতে শেরিংয়ের কাছে বাংলাদেশ তার নিজের দেশের মতোই। ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুবাদে বাংলাদেশে তিনি ১০ বছর কাটিয়েছেন এবং এই দেশের সঙ্গে তিনি ঘনিষ্টভাবে পরিচিত।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনী

এদিকে, লোতে শেরিংই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎসবে অংশ নেবেন। তাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে সরকার। বৈশাখের উপহার হিসেবে তাকে সিল্কের পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য বেনারসি শাড়ি উপহার দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল ভুটান। সেই সুবাদে স্বাধীনতার পর থেকেই দেশটির সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এছাড়া, লোতে শেরিং বাংলাদেশে পড়ালেখা করলেও প্রধানমন্ত্রী হিসেবে এবার প্রথম বাংলাদেশে আসছেন। আবার একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর পর এই প্রথম কোনো সরকারপ্রধান বাংলাদেশ সফরে এলেন।

সারাবাংলা/এনআর/জেআইএল/টিআর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ লোতে শেরিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর