Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার বিচার চেয়ে ঢাবিতে মশাল মিছিল


১১ এপ্রিল ২০১৯ ২১:২৫ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ২২:১২

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস-বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের করা হয়। শাহবাগ থানা প্রদক্ষিণ করে  মিছিলটি ফের ছাত্র-শিক্ষক কেন্দ্রতে(টিএসসি) আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মশাল মিছিল শেষ হয়।

বিজ্ঞাপন

মশাল মিছিলে ‘নুসরাত মরে নাই, মরে গেছে বাংলাদেশ’, ‘মরছে নুসরাত, দেখছে দেশ নিশ্চুপ কেন বাংলাদেশ’, ‘নুসরাত হত্যার বিচার চাই’ ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতায় শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি বলেন, ‘ধর্ষণ আমাদের দেশে এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এধরনের ঘটনার কথা আমরা শুনতে পাই। ধর্ষকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তা না হলে এই দেশ, এই সমাজ থেকে ধর্ষকদের প্রতিহত করা যাবে না।’

ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নুসরাতের ভালো খবর নিয়েছেন। তার চিকিৎসার জন্য জোর দিয়েছেন। এখন নুসরাত নেই। কিন্তু তার হত্যাকারীদের বিচার করে তার আত্মাকে শান্তি দেন। নুসরাত যে আগুনে পুড়ে মরেছে, আমরা সে আগুন নিয়ে তার হত্যার বিচার চাইতে আসছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন অরণি সেমন্তি খান, শামসুন্নাহার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক ফাতিমা তাহসিন প্রমুখ।

সারাবাংলা/কেকে/এনএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নুসরাত হত্যাকাণ্ড মশাল মিছিল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর