Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতন থেমেছে পুঁজিবাজারে, বিনিয়োগকারীদের স্বস্তি


১১ এপ্রিল ২০১৯ ২০:৫৫ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ২০:৫৬

ঢাকা: টানা চার দিন দরপতনের পর অবশেষে পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশের পুঁজিবাজারে ঊর্ধমুখী প্রবণতা দেখা যায়। দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক। একইসঙ্গে বেড়েছে, বাজারগুলোর আর্থিক ও শেয়ার লেনদেন। টানা দরপতনের পর সূচকের এই ঊর্ধমুখীতে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরেছে। উল্লেখ্য, আগের চারদিন টানা দরপতনে ডিএসইতে সূচক হারিয়েছিল ১৯৮ পয়েন্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৪টি কোম্পানির ৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬২টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। দিনশেষে ডিএসইতে ২৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৩৩ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২৯টি কোম্পানির ৪০ লাখ ১৬ হাজার ৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১২ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩০৭ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/এনএইচ

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর