যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করা হয় অ্যাসাঞ্জকে
১১ এপ্রিল ২০১৯ ১৯:২১ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৪:০৪
বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে (৪৭) যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লন্ডন পুলিশ। তথ্য চুরির অভিযোগে তাকে এখন যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হতে পারে। খবর রয়টার্সের।
সাত বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে শরণার্থী আশ্রয়ে থাকার পর বৃহস্পতিবার (১১ এ্রপ্রিল) গ্রেফতার করা হয় অ্যাসাঞ্জকে। ২০১০ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের বিভিন্ন বিতর্কিত কাজ নিয়ে সংবাদ প্রকাশ করেছিল উইকিলিকস। যুক্তরাষ্ট্র পরবর্তীতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
আরও পড়ুন: ‘শরণার্থী’ অ্যাসাঞ্জকে ধরিয়ে দিলো ইকুয়েডর
অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ‘শরণার্থী’ হিসেবে আশ্রয় নেন। তবে ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, তার দেশ অ্যাসাঞ্জের শরণার্থী মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে। তাই অ্যাসাঞ্জকে গ্রেফতার করা সম্ভব হয় লন্ডন পুলিশের।
এদিকে, অ্যাসাঞ্জ আশঙ্কা করছেন, যুক্তরাজ্য তাকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করলে ‘গুপ্তচর’ হিসেবে কাজ করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
সারাবাংলা/এনএইচ