Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাহুলের কপালে লেজার, স্নাইপার দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ


১১ এপ্রিল ২০১৯ ১৭:২৪ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৭:২৬

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, তাদের পার্টি প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে হত্যার চেষ্টা করা হচ্ছে। রাহুলের নিরাপত্তা জোরদার করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে  দাবি জানিয়েছে দলটি। প্রমাণ হিসেবে পার্টির পক্ষ থেকে একটি ভিডিও দেখানো হয়েছে, যেখানে রাহুল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং তার কপালে লেজারের সবুজ আলো পড়ছে। দূর পাল্লার স্নাইপার দিয়ে এভাবে লেজারের মাধ্যমে নিশানা ঠিক করে গুলি ছোড়া হয়। খবর আইবি টাইমসের।

বিজ্ঞাপন

এদিকে, হত্যাচেষ্টা বিতর্কের মধ্যেই রাহুল গান্ধী বৃহস্পতিবার (১১ এপ্রিল) আমেথি পৌঁছেছেন। এদিন ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৯১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কংগ্রেসের পক্ষে দলটির নেতা আহমেদ প্যাটেল, জয়রাম রামেস, রণদীপ সূর্যওয়ালা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা তাদের চিঠিতে, এই ঘটনাকে অশনি সংকেত বলেই বর্ণনা করেছেন। তারা বলেন, এটা একটি মারাত্মক সতর্ক সংকেত ও বিবেচনার বিষয়। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি আমাদের মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে ও নিরাশ করেছে। কংগ্রেস প্রেসিডেন্টকে হত্যার জন্য টার্গেট করা হয়েছে। এ বিষয়টি নজরে আনতে তাৎক্ষণিকভাবে আমরা তাগিদ দিচ্ছি।

চিঠিতে, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরা হয়। যাতে কেন্দ্রীয় সরকার নির্বাচনে রাহুল গান্ধীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর হয়।

সারাবাংলা/এনএইচ

রাহুল গান্ধী হত্যাচেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর