ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন ১৬ মে
১১ এপ্রিল ২০১৯ ১৬:৪২ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৯:২৮
ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ১৬ মে নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এই তারিখ নির্ধারণ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসা ভাড়ার কথা বলে নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নীলয়ের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এমআই