চট্টগ্রামে মাদরাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
১১ এপ্রিল ২০১৯ ১৩:৩২ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৩:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি মাদরাসা থেকে হাবিবুর রহমান নামে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝুলন্ত অবস্থায় শিশুটির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও হেফজখানার মসজিদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সারাবাংলাকে জানান, হাবিবুর রহমানের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। সে মাদরাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।
ওসি আতাউর বলেন, মাদ্রাসার সঙ্গে লাগোয়া একটি মসজিদ আছে। মসজিদেও ছাত্রদের পড়ানো হয়। মসজিদটির চার তলায় গ্রিলের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ পেয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আমাদের নিজস্ব তদন্তও চলছে।
নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে বলেন, ‘রাত ৯টার দিকে আমরা মাদরাসার ভেতরে এক ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি আমরা। ময়নাতদন্তের পর বোঝা যাবে, শিশুটি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে।’
এসি পরিত্রাণ বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, শিশুটি কয়েকদিন আগে মাদরাসা থেকে পালিয়ে গিয়েছিল। দুই দিন আগে সে আবার ফেরত আসে। ফেরত আসার পর তার ওপর কোনো ধরনের নির্যাতন হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।’
ঘটনাস্থলে যাওয়া বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম সারাবাংলাকে বলেন, ‘ময়নাতদন্তের পর লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। এরপর অভিভাবকরা যদি মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তা না হলে ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সারাবাংলা/আরডি/টিআর