Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ


১১ এপ্রিল ২০১৯ ১৩:৫১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (৭ এপ্রিল) এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণমাধ্যমকর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, গত রোববার স্থানীয় একটি স্কুলে ক্লাস শেষে বিকেলে বাড়ি ফিরছিলো ওই ছাত্রী। পথে ধর্মপুর গ্রামের ফারুক মিয়া, শাহরিয়া ও মিঠু পাঠান তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয়।

পরে ফারুকের বাড়িতে রেখে তাকে গণধর্ষণ করা হয়। পরদিন সোমবার (৮ এপ্রিল) একটি চলন্ত অটোরিকশা থেকে ওই স্কুলছাত্রীকে তার বাড়ির পাশে ফেলে দিয়ে যায় ফারুক, শাহরিয়া ও মিঠু।

অন্যদিকে দিনভর তাকে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেন ছাত্রীটির মা। পরে সোমবার মেয়েকে ফিরে পান।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে কসবা থানায় মামলা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়।

মামলা রেকর্ড করা হয়েছে জানিয়ে ওসি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএমএন

কসবায় ধর্ষণ ধর্ষণ স্কুলছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর