নুসরাতের ময়নাতদন্ত শুরু
১১ এপ্রিল ২০১৯ ১১:৪২ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১২:১২
ঢাকা: ফেনীর সোনাগাজীর দগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কাজ শুরু করেন ময়নাতদন্তের জন্য গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে প্রধান করে নুসরাতের মরদেহের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক ডা. জান্নাতুল ফেরদৌস।
ডা. প্রদীপ বিশ্বাস জানান, সকালেই নুসরাতের মরদেহ মর্গে নেওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সুরতহাল প্রতিবেদন তাদের হাতে আসে। এরপর ময়নাতদন্ত শুরু হয়।
ঢামেক মর্গের সামনে কথা হয় নুসরাতের বাবা মাওলানা একেএম মুসার সঙ্গে। একমাত্র মেয়ের শোক সামলে গণমাধ্যম ও চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বলেনম ‘আপনারা আমার মেয়ের জন্য অনেক কষ্ট করেছেন। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আইনে যে শাস্তি হয় সেটাই যেন আসামিরা পায়।’
মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় ৪জন রিমান্ডে
এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক ডা. হোসাইন ইমাম জানান, দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। এছাড়া রক্ত ও লাং ইনফেকশনের কারণে কার্ডিও রেসপাইরেটরি ফেইলিয়র হয়ে তার মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এসএমএন