নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১০ এপ্রিল ২০১৯ ২৩:৩৮ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৮:৩৮
ঢাকা: ফেনীর সোনাগাজীর দগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বুধবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর পাঠানো এক শোক বার্তায় এ কথা জানানো হয়।
শোক বার্তাতে প্রধানমন্ত্রী নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি নুসরাতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।
এর আগে নুসরাতের চিকিৎসার দায়িত্বে থাকা বার্ণ ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ভাবে নুসরাতের চিকিৎসার খোঁজখবর রেখেছেন। নুসরাতের মৃত্যুর আগেও তার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বাঁচানো গেলো না নুসরাতকে
আরও পড়ুন: প্রয়োজনে সেই ছাত্রীকে সিঙ্গাপুর নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সারাবাংলা/এনআর/এসবি