Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়নাতদন্তের পর নুসরাতের লাশ হস্তান্তর বৃহস্পতিবার


১০ এপ্রিল ২০১৯ ২৩:৩০ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৫:০৩

ঢাকা: ফেনীর দগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড  প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. হোসাইন ইমাম সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানান তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার রক্ত ও লাং ইনফেকশনের কারণে কার্ডিও রেসপাইরেটরি ফেইলিয়ুর হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বাঁচানো গেলো না নুসরাতকে

 

সারাবাংলা/জেএ/এসবি

ময়নাতদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর