Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী আটক


১০ এপ্রিল ২০১৯ ২০:৪৬ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ২০:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র আর আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে সূর্য সেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে হাতেনাতে ইয়াবাসহ আবাসিক শিক্ষকরা এই দুইজন কে আটক করেন। সূত্র বলছে, তারা ওই কক্ষে বসে নিয়মিত ইয়াবা সেবন করতো।

বিজ্ঞাপন

আটকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী সারাবাংলা কে বলেন, ৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা ৫ হাজার ২৪০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল সারাবাংলা কে বলেন, হল প্রশাসন এসব (মাদক) বিষয়ে খুবই কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/কেকে/ এনএইচ

ইয়াবাসহ আটক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর