৫ লাখ টাকা পেল রাসেল, বাকি টাকা একমাসের মধ্যে দেওয়ার নির্দেশ
১০ এপ্রিল ২০১৯ ১৫:৩২ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৭:২২
ঢাকা: গ্রিনলাইন পরিব্হনের নিচে পা হারানো প্রাইভেট কারচালক রাসেলকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন পরিবহন কোম্পানির মালিক মো. আলাউদ্দিন। বাকি টাকা আগামী একমাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে গ্রিনলাইনের মালিক মো. আলাউদ্দিন ৫ লাখ টাকার এই চেক হস্তান্তর করেন রাসেলের কাছে।
আরও পড়ুন- দুপুরের মধ্যেই রাসেলকে ক্ষতিপূরণ দিতে গ্রিনলাইন মালিককে নির্দেশ
এর আগে, আজকের (বুধবার) মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আদালত। সঙ্গে গ্রিনলাইন পরিবহনের মালিককেও আদালতে হাজির হতে বলেছিলেন। তবে মালিক আদালতে হাজির হওয়া পর্যন্তও টাকা না দেওয়ায় দুপুরের মধ্যে কিছু টাকা হলেও পরিশোধ করতে মালিককে মৌখিক আদেশ দেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এজেডকে/টিআর