মাদরাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: অধ্যক্ষ ৭ দিনের রিমান্ডে
১০ এপ্রিল ২০১৯ ১৪:২০ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৪:৩৮
ফেনী: ফেনীর সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদরাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদ দৌলার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামি অধ্যাপক আফসার উদ্দিন ও আটক মাদরাসাশিক্ষার্থী আরিফুল ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) আসামিদের ফেনী জেলা জজ আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন। তিনি সারাবাংলাকে জানান, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদের আদালত অধ্যক্ষের সাত দিন ও বাকি দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, এই মামলায় আটক শহিদুল ইসলাম, নুর হোসেন, কেফায়েত উল্যাহ ও মো. আলাউদ্দিনকে মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা জজ আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার জনেরই পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার পাঁচ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন— পৌর কাউন্সিলর মাকসুদুল আলম মাকসুদ, ওই মাদরাসার শিক্ষার্থী শাহদাত হোসেন শামীম, মাদরাসার সাবেক শিক্ষার্থী নুর উদ্দিন, জাবেদ হোসেন ও হাফেজ আব্দুল কাদের।
এছাড়া, এই মামলায় এজাহারভুক্ত আসামি জোবায়ের হোসেনকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় নুসরাত জাহান রাফির সহপাঠী পপি নামের আরও একজনকে।
এদিকে, এ ঘটনায় বুধবার সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেনকে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার সারাবাংলাকে জানান, এই মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশনে (পিবিআই) স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/টিআর
অধ্যক্ষ সিরাজ উদ দৌলা মাদরাসা শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মাদরাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টা