Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক পরিবহন আইন কার্যকরে গেজেট প্রকাশে আইনি নোটিশ


১০ এপ্রিল ২০১৯ ১৪:৩৯

ঢাকা: সড়ক নিরাপত্তার দাবিতে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরী করতে ৭ দিনের মধ্যে আইনটির গেজেট প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) ডাকযোগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।

রাষ্ট্রপতির কার্যালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ আট জনকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ছাত্র আন্দোলনের পরিপ্রক্ষিতে সংসদে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ২০১৮’ পাস করে একই বছরের ৮ অক্টোবর আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু এ আইনটির ১(২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকেও গেজেট প্রকাশ করতে হবে। অথচ এরই মধ্যে ছয়মাসের অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও সরকার আইনটি কার্যকরে কোন গেজেট প্রকাশ করেনি।

তাই ‘সড়ক পরিবহন আইন ২০১৮; কার্যকরী করতে ৭ দিনের মধ্যে সরকারকে আইনটির গেজেট প্রকাশ করতে বলা হয় নোটিশে।

সারাবাংলা/ এজেডকে/জেডএফ

গেজেট প্রকাশ সড়ক পরিবহন আইন

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর