সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার
১০ এপ্রিল ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৪:১৪
ফেনী: ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলাটি স্থানান্তর করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।
বুধবার (১০ এপ্রিল) ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজ মাদরাসার অধ্যক্ষের কাছে যৌন হয়রানির শিকার হওয়ার পর গায়ে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা করা হয় ওই শিক্ষার্থীকে। শনিবার (৬ এপ্রিল) ওই শিক্ষার্থী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে অধ্যক্ষের পক্ষের শিক্ষার্থীরা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এর আগে, অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলা ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে গত ২৭ মার্চ ওই অধ্যক্ষকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে। তবে শিক্ষার্থীদের অন্য একটি অংশ অধ্যক্ষের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে।
সারাবাংলা/টিআর