Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের রাজস্ব অফিসে ‍অভিযানে দুদক


১০ এপ্রিল ২০১৯ ১৩:০৫

চট্টগ্রাম ব্যুরো: ট্রেড লাইসেন্স দিতে অতিরিক্ত ফি আদায়, হয়রানিসহ বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব শাখায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ এপ্রিল) সকালে দুদকের একটি টিম প্রথমে নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কার্যালয়ে যায়। সেখানে রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে দুদক কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ নিয়ে কথা বলেন তারা। যাচাই করা হয় নথিপত্র।

বিজ্ঞাপন

এরপর বেলা ১২টার দিকে দুদক টিম নগরীর নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৪ এর কার্যালয়ে অভিযান শুরু করে।

দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন সারাবাংলাকে বলেন, ‘ট্রেড লাইসেন্স দেওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা বাড়তি টাকা আদায় করেন বলে অভিযোগ পেয়েছি। টাকা না দিলে তারা হয়রানি করেন। এছাড়া আরও বিভিন্ন অভিযোগ আছে রাজস্ব শাখার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে।’

সারাবাংলা/আরডি/জেএএম

চসিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর