Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ


১০ এপ্রিল ২০১৯ ০১:১৫

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়নমসিংহ, শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল কক্ষে সংগঠনের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

বিজ্ঞাপন

তৌহিদুর রহমান তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজমাইন মুহতাসিম মীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে আমাদের দরজা সর্বক্ষণ খোলা থাকবে। শিক্ষার্থীদের উচিত অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া।

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নবীনবরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর