Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা দিতে ডিইউজের অনুরোধ


৯ এপ্রিল ২০১৯ ২১:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ২১:৩৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরতদের বৈশাখী ভাতা দেওয়ার অনুরোধ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সূত্র ধরে ডিইউজের অনুরোধে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের ১৪২৩, ১৪২৪ ও ১৪২৫ বঙ্গাব্দে বৈশাখী ভাতা দিয়েছিল। তাই তাদের অনুরোধ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষেও কর্মীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা দেওয়া হোক।

তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আশা করে, সরকারী নির্দেশনা অনুযায়ী এই ভাতা প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করবে।

সারাবাংলা/এসআই/জেডএফ

গণমাধ্যম ডিইউজে বৈশাখী ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর