Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়ির সন্ত্রাসী হামলায় আরও ১ নির্বাচনকর্মীর মৃত্যু


৯ এপ্রিল ২০১৯ ১৯:৫২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচনকর্মীদের ওপর গুলির ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটজনে।

সোমবার (৮ এপ্রিল) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ভোট কর্মকর্তা নিরু বিকাশ চাকমার (৫২) মৃত্যু হয়।

আরও পড়ুন: বাঘাইছড়িতে ‘প্ল্যানড অ্যামবুশ’, ধারণা তদন্ত কমিটির

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিপেঞ্জু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৮ মার্চ ভোট শেষে বিকালে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ফেরার পথে নির্বাচনকর্মীদের ওপর হামলায় চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। ঘটনার দিন ৭ জন মারা যান। আহত হন অনেকে। আহতদের মধ্যে সাজেক ইউনিয়নের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বে থাকা নিরু বিকাশকে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয় তার। ওই ঘটনায় আহত মোট সামজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

সারাবাংলা/এসএমএন

নির্বাচনকর্মী বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর