Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের স্কুলের ছাদে ধস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা


৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৯ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৮:০৩

বরগুনা: বরগুনায় আবারও একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের একাংশের পলেস্তারা ও কংক্রিট ধসে পড়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে স্কুল চলার সময় ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বেঁচে গেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা বলেন, ‘যেই শ্রেণিতে ছাদের একাংশের পলেস্তারা ও কংক্রিট ধসে পড়ে, ওই শ্রেণিতে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলছিল। যেই স্থানে ছাদের পলেস্তারা ধসে পড়েছে, সেই স্থানে রিফাত নামে এক শিক্ষার্থী বসা ছিল। রিফাত ইউনিফর্ম পরে না আসার কারণে তাকে আমি ইউনিফর্ম পরতে বাসায় পাঠাই। রিফাত ওই স্থান থেকে উঠে বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের মাথায় ছাদ ধসের ঘটনা ঘটে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: বরগুনায় শ্রেণিকক্ষের পলেস্তরা খসে পড়ে ছাত্রীর মৃত্যু

প্রধান শিক্ষক জানান, দু’বছর আগে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ দেন। এই দুই বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো সংস্কার করা হয়নি। ঝুঁকিপূর্ণ এ ভবনের ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তারা কর্ণপাত করেননি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। ওই বিদ্যালয়টি পরিদর্শন শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত শনিবার সকালে বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

ঝুঁকিপূর্ণ ভবন স্কুলের ছাদে ধস

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর