Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর


৯ এপ্রিল ২০১৯ ১৪:৩৫

বগুড়া: বগুড়ার একটি নার্সিং হোমে ভুল চিকিৎসার শিশুর মৃত্যুর অভিযোগে ভাঙচুর চালানো হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এসব ঘটনা ঘটে।

এদিকে শিশুটির মৃত্যুর খবর জানাজানির হওয়ার পর থেকে পলাতক নার্সিং হোমটির চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবাই।

মৃত শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের শেরপুর রোড এলাকার মালেকা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে টনসিল অপারেশনের জন্য শিশু হুমায়রা আক্তারকে ভর্তি করা হয়। হুমায়ারা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকার হারুনুর রশিদের মেয়ে। সে কায়েমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। টনসিলের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে টনসিল অপারেশন করার জন্য সোমবার সকালে তাকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়। বিকেল ৩টায় ডাক্তার সাইদুজ্জামান অপারেশন করেন। অপারেশন শেষে রোগীর স্বজনদের জানানো হয়, সে সুস্থ আছে। এরপর অপারেশনের খরচ বাবদ সাড়ে ১১হাজার টাকাও নেয় কর্তৃপক্ষ।

কিন্তু রাতেও শিশুটিকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় স্বজনদের সন্দেহ হয়। পরে তারা জোর করে তাকে বের করে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির আগেই মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর শিশু হুমায়রার স্বজনরা ক্লিনিক ভাঙচুর করেন। তবে এসময় পালিয়ে যান নার্সিং হোমটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

টনসিল অপারেশন ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর