Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে ভোট: নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ব্লু-হোয়াইট মিত্ররা


৯ এপ্রিল ২০১৯ ১৩:৪৫ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৩:৫২

ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম সাধারণ নির্বাচন। মঙ্গলবারের (৯ এপ্রিল) নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬০ লাখ ৩০ হাজার। ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই ছোট ছোট দলগুলো বড় দলকে সাহায্য করবে সরকার গঠনে। খবর বিবিসির।

কোয়লিশন সরকার গঠন করে টানা রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন লিকুদ পার্টির বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিপক্ষে জোট বেঁধেছেন সাবেক চিফ অব স্টাফ মিস্টার গান্টজ-এর নেতৃত্বে ব্লু-হোয়াইট জোট।

বিজ্ঞাপন

গান্টজকে বলা হচ্ছে রাইজিং স্টার। এবারের নির্বাচনে চমক দেখানোর সম্ভাবনা রয়েছে তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত এই জোটের দলগুলো হলো, মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি, ইয়ার লাপিদ। এছাড়া, সমর্থন রয়েছে সাবেক দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোশে ইয়ালন এবং গাবি আশকিনিজের। গান্টজ ভিন্নধর্মী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে সাম্প্রতিক জরিপগুলোতে আলোচনায় এসেছেন।

নেতানিয়াহু আবারও নেতৃত্বের জাদু দেখাতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও ইসরায়েলের সাম্প্রদায়িক রাজনীতিতে নেতানিয়াহু নিজেকে ‘একক অনন্য ও বিকল্পহীন’ হিসেবে প্রমাণ করেছেন। ২০০৯ সাল থেকে টানা তিনবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, রাষ্ট্রক্ষমতায় ছিলেন ১৯৯৬-৯৯ মেয়াদেও। এবার পুনরায় নির্বাচিত হলে ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড-বেন-গুরিনের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার ইতিহাস গড়বেন নেতানিয়াহু। ইসরায়েল রাষ্ট্রের হুমকি মোকাবিলায় তিনি সবচেয়ে জোরাল পদক্ষেপ নিয়েছেন, এমনটাই বিশ্বাস করে তার সমর্থকরা।

বিজ্ঞাপন

সর্বশেষ জরিপে দেখা গেছে লিকুদ পার্টি ও ব্লু-হোয়াইট মিত্ররা মিত্ররা নেসেটে ৩০টি করে আসন পেতে পারেন। এক্ষেত্রে, জিহুত পার্টি, চরম জাতীয়তাবাদী ছোট দলগুলো যাদের সমর্থন দিবে তারাই সরকার গঠনে এগিয়ে যাবে। জেহুত পার্টির জিততে পারে ৪টি সিট। যদিও পার্টির নেতা মোশে ফেজলিন বলেছেন, তিনি নেতানিয়াহু বা বেনি গেন্টজ কাউকেই সমর্থন দিবেন না।

তবে যে দল বা কোয়ালিশনই সরকার গঠন করুক না কেন, ভাগ্যের পরিবর্তন হবে না ফিলিস্তিনের। ফিলিস্তিনের প্রতি দৃষ্টিভঙ্গি সব দলের রুক্ষ। অবৈধ বসতি সম্প্রসারণ, পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া ও জেরুজালামে নিজেদের অধিকার প্রশ্নে সব ইসরায়েলি দলই একই মত পোষণ করে।

সারাবাংলা/এনএইচ

ইসরায়েলে ভোট বেনিয়ামিন নেতানিয়াহু ব্লু-হোয়াইট জোট