Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টা পর চালু দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল


৯ এপ্রিল ২০১৯ ১২:২১

রাজবাড়ী: বিরূপ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার এক ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে ফেরি চলাচল।

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল স্বাভাবিক হয় এদিন সাড়ে ১১টায়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় শতাধিক যানবাহন সিরিয়ালে আটকে রয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ্।

আবু আব্দুল্লাহ্ জানান, ‘ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

সারাবাংলা/এনএইচ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর