সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ
৯ এপ্রিল ২০১৯ ১১:০২ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১১:১০
ঢাকা: দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়কে জানাতে বলেছে। পাশাপাশি প্রয়োজনে উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতাও নিতে বলা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে এ আদেশ দেওয়া হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় শ্রেণিকক্ষের ছাদ ধসে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর এ নির্দেশ জারি করা হলো।
গত শনিবার (৬ এপ্রিল) তালতলী উপজেলার ছোটবগী পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ধসে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরার (৮) মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয় আরও পাঁচ শিক্ষার্থী। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া জেলা প্রশাসনও একটি তদন্ত কমিটি করেছে।
মন্ত্রণালয়ের গঠন করা দুই সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেনকে, আর সদস্য হিসেবে আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. মাহবুবুর রশীদ। কমিটিকে সরেজমিন তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, এ ঘটনায় শনিবারই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলমকে (সার্বিক) আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন জানান, ধসে পড়া বিদ্যালয়টি সিলগালা করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে পাশের একটি টিনশেড ভবনে ক্লাস নেওয়া হচ্ছে।
বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, বিদ্যালয় ভবন ধসের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ২০ হাজার টাকা দেওয়া হবে।
সারাবাংলা/এইচএ/টিআর