Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদ থেকে শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার


৯ এপ্রিল ২০১৯ ০৯:৩৩

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় একটি মসজিদের ভেতর থেকে মনির হোসেন (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ডগাইর নতুনপাড়ার নুর-ই-আয়েশা জামে মসজিদের তিন তলা উঠার সিঁড়িতে শিশুটির বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

ডেমরা থানার ওসি (অপারেশন) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে মসজিদ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার গলায় দাগ আছে। মনিরের বাসা ডেমড়া ডগাইর এলাকাতেই। তার বাবার নাম সাইদুল হক আর তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া।

বিজ্ঞাপন

নুরে আলম বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখিয়ে দেখা হচ্ছে বলে জানান, এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

বস্তাবন্দি লাশ শিশু হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর