Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে বোমা হামলায় প্রাণ গেল ৪ মার্কিনির


৯ এপ্রিল ২০১৯ ০৯:০৬ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ০৯:২২

ফাইল ছবি

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মার্কিন যুক্তরাষ্ট্রের চার নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সরকারি কর্মচারী ও একজন ঠিকাদার হিসেবে সেখানে কাজ করতেন। সোমবার (৮ এপ্রিল) বাগরাম বিমান ঘাঁটির কাছেই ওই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়, আরও মার্কিন সৈন্যরাও হামলায় আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক বাহিনী জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে মার্কিন কর্মকর্তাদের বাগরাম বিমান ঘাঁটির কাছেই নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সেই গাড়ি বহরের ওপর হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে তালেবান এই হামলায় জড়িত।

মার্কিন সমর্থিত আফগান সৈন্য ও তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। আফগানিস্তানে ১৮ বছর ধরে যুদ্ধ চলছে।

সারাবাংলা/এনএইচ

আফগানিস্তান বোমা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর