Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আটতলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে


৯ এপ্রিল ২০১৯ ০৭:৪৯ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ০৯:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের টিম আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) ভোর ৫ টা ৫৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার সংবাদ আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, চান্দগাঁও আবাসিক এলাকার বি–ব্লকের ৯ নম্বর সড়কে ৮ তলা ভবনের ৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চারতলার একটি ফ্ল্যাটে তালাবদ্ধ একটি কক্ষে আগুন লাগে। সেখানে কাপড়চোপড় এলোমেলো অবস্থায় ছিল। আগুনটা অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘ভবনের বাসিন্দারা সবাই ঘুমে ছিলেন। হঠাৎ আগুনের খবরে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় তারা স্বস্ত্বি পেয়েছেন।’

আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/আরএসও

আগুন আবাসিক ভবনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর