Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোনের ফোরজি গ্রাহক ১ কোটি


৯ এপ্রিল ২০১৯ ০৩:০৩

ঢাকা: গ্রামীণফোনের ফোরজি গ্রাহকের সংখ্যা ১ কোটিতে দাঁড়িয়েছে। দেশে চতুর্থ প্রজন্মের মুঠোফোন সেবা চালুর মাত্র ১৪ মাসের মধ্যে গ্রামীণফোন এ মাইলফলক অর্জন করে। সোমবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে দেশের কোন মুঠোফোন অপারেটরই ফোরজি সেবার কাঙ্ক্ষিত গতি দিতে পারছে না বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির প্রতিবেদনে উঠে এসেছে। গ্রামীণফোনের ক্ষেত্রেও একই চিত্র পাওয়া গেছে। আর ইন্টারনেট সেবায় গ্রামীণফোনের গ্রাহকের অভিযোগেরও কমতি নেই।

বিজ্ঞাপন

এদিকে, গত বছরের ফেব্রুয়ারিতে ফোরজি উদ্বোধনের পর একই বছরের নভেম্বরেই ৫০ লাখ ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি এবং এরপরে মাত্র পাঁচ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির ফোরজি সেবায় যুক্ত হয়েছে আরও ৫০ লাখ গ্রাহক।

উচ্চগতির ইন্টারনেট সেবার অঙ্গীকার নিয়ে গত বছর দেশে ফোরজি চালু হয়। লাইসেন্স পাওয়ার পর গ্রাহকদের মানসম্মত অভিজ্ঞতা দেয়ার পরিকল্পনা নিয়ে দেশব্যাপী ৪জি নেটওয়ার্কেও বিস্তার শুরু করে গ্রামীণফোন। ১৮০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ফোরজি বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। ফোরজি লাইসেন্সের সঙ্গে ১৮০০ ব্যান্ডে সবচেয়ে বেশি তরঙ্গ আছে গ্রামীণফোনের।

মাইলফলক নিয়ে গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত সময়ে ৪জি প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ অন্যতম। একটি দেশ মোবাইল ব্রডব্যান্ড প্রুযুক্তির বিস্তারের মাধ্যমে কত দ্রুত ডিজিটাইলাজেশানের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বাংলাদেশ এখন তারই একটি উদাহরণ। গ্রামীণফোন দেশের সব প্রান্তে, সবার কাছে উচ্চগতির ইন্টারনেট পৈাঁছে দিতে প্রয়ােজনীয় বিনিয়োগ করতে অঙ্গীকারবদ্ধ। ১ কোটি ৪জি গ্রাহকের গ্রামীণফোন নেটওয়ার্কে আস্থা রাখার মাইলফলকটি আমাদের অঙ্গীকার আরও দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে উৎসাহ যোগাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে ৩ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করছে।

সারাবাংলা/ইএইচটি/আরএসও

১ কোটি গ্রাহক গ্রামীণফোন ফোরজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর