Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা ইপিজেডের একটি সুতার কারখানায় আগুন


৯ এপ্রিল ২০১৯ ০১:১৩

কুমিল্লা: কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সুত্রপাত হয় বলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ।

৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

আগুন লাগার সময় আরএন টেক্সটাইলটিতে শতাধিক শ্রমিক নাইট শিফটে কর্রমত ছিল। তবে সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন। জানা গেছে, ওই কারখানায় বিভিন্ন প্রকারের সুতা তৈরি করা হতো, সুতা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এসএইচ/এসজে/আরএসও

আগুন কুমিল্লা ইপিজেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর