চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৩জনকে গণপিটুনি
৮ এপ্রিল ২০১৯ ২২:৩৫ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ২৩:২২
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টাকারীসহ গাড়ির চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মিজমিজি এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রী সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষে মায়ের জন্য সেলাইয়ের কাজে ব্যবহৃত সুতা কিনতে যাচ্ছিল। এজন্য সে মৌচাক থেকে শিমরাইল মোড়ে যাওয়ার জন্য রজনীগন্ধা পরিবহনের ঢাকা-মেট্রো-ব-১৫-১৮৪৯ নম্বর বাসটিতে ওঠে। বাসটি মহাসড়কের শিমরাইল ইউটার্ন এলাকায় পৌছলে বেশিরভাগ যাত্রী নেমে যান। স্কুলছাত্রী শিমরাইল মোড়ের ফুটওভার ব্রিজের নিচে তাকে নামিয়ে দেওয়ার জন্য বাসের হেলপারকে অনুরোধ করে। এ সময় সোলেমান (২২) নামে একযাত্রী মেয়েটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়েটি চিৎকার শুরু করলে তার গলা টিপে ধরে ধর্ষণের চেষ্টা করে সোলেমান। অন্যদিকে চালকও গাড়িটি কাঁচপুর সেতুর নিচে নিয়ে যায়। তবে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ধর্ষণের চেষ্টাকারী সোলেমান, গাড়ির চালক হাবিবুর রহমান (৪২) ও হেলপার জয়কে (২৩) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ রজনীগন্ধা পরিবহনের ঐ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন