পাকিস্তানে ইমরানের খানের কার্যালয়ে আগুন
৮ এপ্রিল ২০১৯ ২০:৩০ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ২০:৪২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ের একটি অংশে আগুন লেগেছে। সোমবার (৮ এপ্রিল) কার্যালয়ের ষষ্ঠ তলায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে জিওনিউজ।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, ঘটনার সময় পঞ্চম তলায় ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ এফ. ম্যাককেনজির সঙ্গে এক বৈঠক করছিলেন ইমরান খান।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগুন লাগার খবর শোনার পরও বৈঠক বাতিল করেননি ইমরান। জিও নিউজ অনুসারে, তিনি প্রথমে ভবন থেকে তার কর্মচারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সরকারি কর্মকর্তারা জানান, ভবনের একটি প্রশাসনিক কার্যালয়ে আগুন লাগে। একটি শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটি পার্লামেন্টের পাশে উচ্চ-নিরাপত্তা সম্বলিত অঞ্চলে অবস্থিত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, পিএম সেক্রেটারিয়েট’র একটি অংশে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুখপাত্র জানান, আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সারাবাংলা/আরএ