ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
৮ এপ্রিল ২০১৯ ১৩:১৪ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৩:১৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শ্রীনগর শাখার পল্লী উন্নয়ন কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ব্যাংকটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ এফ এম আনিসুর রহমান।
ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্রীনগর শাখাপ্রধান মুহাম্মদ আব্দুল্লাহসহ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএইচ