২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়
৮ এপ্রিল ২০১৯ ১১:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৩:১২
ঢাকা: প্রায় তিন মাস পর বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সারাবাংলাকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, দল ও জোটের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। তারই ভিত্তিতে বিএনপি ও ২০ দল আগামী দিনে কী কর্মসূচি গ্রহণ করবে, তা নিয়েই মূলত আলোচনা হবে এই বৈঠকে। এরই মধ্যে ২০ দলীয় জোটের শরিক সব দলকে এই বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।
২০ দলীয় জোটের এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন জোটের শরিকরা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে ২০ দলীয় জোট থেকে দূরে সরে আসছে বিএনপি।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করেছিল ২০ দলীয় জোট। এরপর থেকে এই জোটের আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
সারাবাংলা/এজেড/টিআর