Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর সবচেয়ে জটিল দুই পিয়ারের কাজ শেষ হচ্ছে কাল


৮ এপ্রিল ২০১৯ ১২:৫৮ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৩:১৫

ঢাকা: খরস্রোতা পদ্মায় সেতু গড়তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে নদীর তলদেশে পাইল গেঁথে পিয়ার গড়ার কাজে। আর এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল সেতুর মাওয়া প্রান্তে দুটি পিয়ারের কাজ। প্রায় একবছর কাজ পিছিয়েছিল জটিল পিয়ারগুলোর সমাধান বের করতে। এর মধ্যে পিয়ার-৬ এবং পিয়ার-৭ সহ ১১টি পিয়ারের পুনরায় নকশা করতে হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) জটিল এই পিয়ার-৬ ও ৭-এর কাজ শেষ হচ্ছে বলে জানিয়েছে সেতু কতৃপক্ষ। এর মাধ্যমে সেতু গড়তে সবচেয়ে কঠিন ধাপটি পেরিয়ে যাচ্ছে পদ্মাসেতু প্রকল্প কতৃপক্ষ।

বিজ্ঞাপন

মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, ‘সেতুতে মোট ২৯৪টি পাইল আছে। যার মধ্যে নদীতে পড়েছে ২৬২টি পাইল। ইতোমধ্যে ২৪৭টি পাইলের কাজ শেষ হয়েছে। ২৯৪টি পাইলে মোট ৪২টি পিয়ার উঠবে। সেতুর সব কাজ সঠিকভাবে এগিয়ে গেলেও পিয়ার-৬ এবং পিয়ার-৭ এর কাজ সবচেয়ে কষ্টসাধ্য ছিল।

পিয়ার দুটিসহ আরও ১১টি পিয়ার রিডিজাইন করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এতে পিয়ার-৬ এবং ৭ এর প্রতিটিতে ৭টি করে পাইল রয়েছে। মঙ্গলবার মূল সেতুর সবচেয়ে জটিল এই দুটি পিয়ারের পাইল ড্রাইভিং কাজ শেষ হবে।’

সেতু সূত্র জানায়, পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ পিয়ারে আটটি স্প্যান বসানো হয়েছে ও মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিলারে একটি স্প্যানসহ মোট ৯টি স্পানে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতুর দেড় কিলোমিটার।

অন্যদিকে জাজিরা প্রন্তে সেতুর সর্বশেষ ৪২ নম্বর খুঁটি থেকে ৩৩ নম্বর খুঁটি পর্যন্ত স্প্যান বসানোর ধারাবাহিকতা রাখার সঙ্গে রেলওয়ে বক্স বসানোর কাজও চলছে।

পুরো সেতুতে সড়ক গড়তে জাজিরা প্রান্ত থেকে রোড স্লাব বসানো শুরু হয়েছে। ছয় কিলোমিটারে ২ হাজার ৯৩১টি স্ল্যাব বসানো হবে। একটি স্প্যানে ৭৪টির মতো রোডওয়ে স্ল্যাব বসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএ/এমআই

পদ্মাসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর