Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক


৮ এপ্রিল ২০১৯ ১২:৩০ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৩:৫৩

বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ চালাতে গিয়ে আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা এই শোক জানান। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশে সময় ভোর ৪টা ১৭ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোহেলের।

রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, ফায়ারম্যান সোহেল রানা মানবসেবায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি সোহেল রানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সোহেলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন: বনানীর আগুন: ফায়ার সার্ভিসকর্মী সোহেল আর নেই

ফায়ারম্যান সোহেল রানা

গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সোহেলকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হলো তার।

সারাবাংলা/জেএ/এসএমএন/এনএইচ

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শোক ফায়ার সার্ভিস কর্মী সোহেল মৃত্যু রাষ্ট্রপতির শোক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর