Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার, ২ বিমানকর্মী আটক


৮ এপ্রিল ২০১৯ ১১:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১২:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জব্দ স্বর্ণের দাম প্রায় ২০ কোটি টাকা। এই স্বর্ণের চালান আনার সঙ্গে জড়িত সন্দেহে বিমানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের টয়লেটে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

সেখানে ২০০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-কমিশনার মারুফ খান। তিনি বলেন, ‘টয়লেটে লুকিয়ে বিমানের দুই কর্মচারি ২০০ পিস স্বর্ণের বার নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্বর্ণের বারগুলো উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করেছি।’

আটক দু’জনের একজন বিমানের ক্লিনার এবং আরেকজন টেকনিশিয়ান বলে জানিয়েছেন মারুফ খান।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম স্বর্ণ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর