Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথচারীকে কোলে করে হাসপাতালে নিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি


৭ এপ্রিল ২০১৯ ২২:৪৬ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ২২:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির বিপরীত দিকে গাছের ডাল ভেঙে পড়ে আহত হন এক পথচারী। সেই আহত পথচারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির এভাবে একজন পথচারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক শেয়ার হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার ভূয়সী প্রশংসাও করে সেখানে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, আহত ওই পথচারীর নাম আনোয়ার। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটি গাছের ডাল ভেঙেপড়লে সে আহত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস হাকিম চত্বরে চা খাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তিনি এগিয়ে যান। পথচারী আনোয়ারকে কোলে করে রিকশায় তোলেন। রিকশায় কোলে নিয়েই তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সারাবাংলাকে বলেন, ‘এটা তো আসলে আমাদের দায়িত্ব। অসহায় মানুষ যদি আহত হয় তাহলে তাদের দেখা মানবিক দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর শিক্ষার্থী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।

সারাবাংলা/কেকে/এমআই

ছাত্রলীগ পথচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর