Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর


৭ এপ্রিল ২০১৯ ২১:১৩ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ২১:২০

ঢাকা: রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখাতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটেনের বৈদেশিক দফতর ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এমপি রোববার (৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহবান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

বিজ্ঞাপন

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা আখ্যায়িত করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান বিট্রেনের মন্ত্রী।

জবাবে রোহিঙ্গা তরুণদের মাঝে কাজকর্ম না থাকা এবং তাদের ফিরে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকায় হতাশা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটা ওই এলাকায় একটি বিরাট সমস্যা সৃষ্টি করেছে।  কারণ সংখ্যায় তারা স্থানীয় জনসাধারণকে ছাড়িয়ে গেছে।  কাজেই স্বার্থন্বেষী মহল তাদের মধ্যে বিদ্যমান হতাশাকে খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘বর্ষাকালে রোহিঙ্গাদের অবস্থা আরও খারাপ হতে পারে। অবশ্য সরকার তাদের অস্থায়ী আবাসনের জন্য একটি দ্বীপকে উন্নত করে গড়ে তুলছে।’

দুই দেশের পারস্পরিক লাভের স্বার্থেই বাংলাদেশে আরও ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় ব্রিটিশ উদ্যোক্তাদের আরও বেশি পরিমাণে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান।

মার্ক ফিল্ড বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ব্রিটেনের অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।সূত্র: বাসস

/এমএনএইচ/

রোহিঙ্গা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর