Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে রুবানা হকের সৌজন্য সাক্ষাৎ


৭ এপ্রিল ২০১৯ ২০:০০ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ০০:১৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে জয়ী রুবানা হক।

নির্বাচনে জেতার পরদিন রোববার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত ফোরাম প্যানেলের নেতৃত্ব দেওয়া রুবানা হক।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেন। এই প্যানেলের ৩৫ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। এ প্যানেলে নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য নেতৃত্ব দেবেন বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সর্বোচ্চ এই সংগঠনের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক বর্তমানে বিজিএমইএ’র একজন পরিচালক।

সারাবাংলা/এনআর/এসবি/একে

প্রধানমন্ত্রী বিজিএমইএ রুবানা