সোনালি ব্যাগ: গবেষণায় জলবায়ু তহবিল থেকে অর্থ বরাদ্দ
৭ এপ্রিল ২০১৯ ১৮:৫৩ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ২০:১৮
ঢাকা: পাট থেকে সোনালি ব্যাগ উৎপাদন করতে অধিকতর গবেষণার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন তহবিল থেকে ৯ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে একটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে এবং প্রয়োজনীয় দ্রব্য কেনা হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোস্তফা কামাল পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রোববার (৭ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এই বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পাটকল করপোরেশন প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে পাট থেকে পচনশীল যৌগিক পলিমার তৈরি করে পরিবেশবান্ধব শপিং ব্যাগ ও মোড়কসহ দৈনন্দিন বিভিন্ন দ্রব্য তৈরি করা হচ্ছে। একইসঙ্গে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য পরিবেশবান্ধব উপাদান তৈরি করে অধিক কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল।
সারাবাংলা/এইচএ/এসবি