Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাবনগরে ৭ বছরের শিশু হত্যা, ১ কিশোর আটক


২৫ জানুয়ারি ২০১৮ ০৮:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:৫২

মেডিকেল করেসপন্ডেন্ট

ঢাকা: বাড্ডার আফতাবনগরে নাহিন আহমেদ (৭) নামের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে আফতাবনগর শেষ মাথায় এল ব্লক থেকে নাহিনের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাহিন নরসিংদি জেলার বেলাব উপজেলার নয়াকান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে। বর্তমানে কুড়িল কাজিবাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। সে স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত নাহিনের চাচা শামীম আহমেদ জানান, আমাদের পাশের বাসার ভাড়াটিয়া মশিউর (১৫) নামের এক কিশোর বেলা ১২টার দিকে নাহিনকে খেলার কথা বলে ডেকে নিয় যায়। দুপুরের পর মশিউর একাই বাসায় আসে। নাহিনের কথা তাকে জিজ্ঞাসা করা হলে, সে জানেনা বলে জানায়। এরপর জেরার মুখে সে স্বীকার করে নাহিন কে মাথায় ইট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছে। পরে পুলিশ কে খবর দিলে মশিউরকে আটক করে পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ করিম বলেন, মশিউরকে আটকের পর তার স্বীকারোক্তিতে আফতাবনগর এলাকা থেকে নাহিনের মরদেহ উদ্ধার করা হয়। নাহিনের মাথা থ্যাতলানো এবং জখম রয়েছে বলেও জানান তিনি।

তবে কি কারণে নাহিনকে হত্যা করেছে মশিউর। তা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিএম

আটক কিশোর শিশু হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর