গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল রিকশাচালকের
৭ এপ্রিল ২০১৯ ১১:৪৯ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১২:২৫
ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাস চাপায় জাকির হোসেন (৬০) নামের এক রিকশাচালক মারা গেছে। রোববার (৭এপ্রিল) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় পুলিশ বাস জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।
পরে জাকির হোসেনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: বাসচাপায় কলেজ ছাত্র নিহত, ডেমরায় সড়ক অবরোধ
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এসময় বাসের চাকায় তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়।
নিহতের ছোট ভাই অনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ দিঘীরপাড়। স্ত্রী ও চার সন্তান নিয়ে যাত্রাবাড়ি ধলপুর এলাকায় থাকতেন তার ভাই রিকশাচালক- জাকির হোসেন। সকালে বাসা থেকে রিকশা নিয়েই বের হন। এরপর বাস চাপায় তার মারা যাওয়ার খবর পান।
সারাবাংলা/এসআর/জেডএফ