কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন বহাল
৭ এপ্রিল ২০১৯ ১২:০৩ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১৩:০৬
ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (৭ এপ্রিল ) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ।
এ দিন সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য সাড়ে ১১ টায় সময় ঠিক করে দেন আপিল বিভাগ।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন।
আরও পড়ুন: কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন চেম্বারে স্থগিত
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে গত ৩১ মার্চ চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ বিষয়টি শুনানির জন্য আসে।
গত ৬ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে গত ১৯ মার্চ আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলার সময় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী পুড়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। এই ঘটনায় করা হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখানো হয়েছে।
সারাবাংলা/এজেডকে/জেডএফ